A Message from Our Head Teacher:

Celebrating Success Stories

শিক্ষার আলো ছড়িয়ে যাক, ছড়িয়ে যাক সবখানে, সবখানে, সবখানে।

সুশিক্ষিত জাতি, দক্ষ মানব সম্পদ, পরিচ্ছন্ন ও যোগ্য সমাজ সৃষ্টির অন্যতম বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্ত চিন্তার চলমান বাহনে আমি অত্যন্ত আনন্দিত।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সালাম ও অভিনন্দন। ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের নারী শিক্ষার সূতিকাগার ঐতিহ্যবাহী আমাদের প্রাণ-প্রিয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমান বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকদূর। আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করতে পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী।

পরিশেষে, আপনাদের প্রতি আমার একান্ত আবেদন আপনাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে এবং সার্বিক বিষয়ের প্রতি নিয়ত খোঁজ খবর রাখবেন। সন্তানদের সুবিধা অসুবিধার বিষয়গুলো জানাবেন এবং সুপরামর্শ দিবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সন্তানদের উত্তরোত্তর উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করছি।

(মোছাঃ শাহানুর বেগম চৌধুরী)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও।