Thakurgaon government Girls' High School Home

About Us

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও জেলা সদরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। ১৯৫৭ সালে এই বিদ্যালয়টি স্থাপিত হলেও ১৯৬৮ সালে জাতীয়করণ করা হয়।
ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় নামে এই প্রতিষ্ঠানটি কাগজে কলমে আত্মপ্রকাশ করে ১৯৫৭ সালে। বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল টাঙ্গন নদীর রামদাঁড়া খালের পূর্ব প্রান্তে কয়েকশ গজ দূরে যেখানে বর্তমান রিভারভিউ স্কুল সেখানে। লাল রংয়ের একটা তিন রঙের আধাপাকা বাড়িতে স্থাপিত হল স্কুলটি সেটা ছিল অফিস আর ক্লাশ নেয়া হত কাঠের বেড়া দেয়া একটা লম্বা টিনের চালা ঘরে।

বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক এর দায়িত্ব নেন জনাব মোহাম্মদ মুসা। তিনি ছিলেন আবগারী ও শুল্ক বিভাগ থেকে অবসর নেয়া একজন সরকারি কর্মকর্তা ও স্থানীয় সম্ভ্রান্ত শিক্ষিত লোক। ছাত্রী সংখ্যা দিন দিন বাড়তে লাগল। ছোট্ট স্কুল ঘরে আর জায়গা হয় না। প্রয়োজন হল স্কুলটি অন্যত্র সরিয়ে নেয়ার। মির্জা রুহুল আমিন তার নিজ হাতে গড়া স্কুলটিকে যে কি ভালবাসতেন তার প্রমাণ মেলে স্কুলের ভালমন্দের সাথে তার সম্পৃক্ততায়। তিনি ছিলেন স্কুলের অভিভাবক। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৪ সালে স্কুলটি স্থানান্তর করা হয় স্কুলের বর্তমান অবস্থানে। মোট জায়গার পরিমাণ চার একর।

১৯৬৮ সালের ১৫ নভেম্বর স্কুল পরিদর্শনে এসেছিলেন রাজশাহী ডি.ডি.পি.আই অফিসের তৎকালীন পরিদর্শিকা মিসেস রাবেয়া আলী। তিনি ছিলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক সৈয়দ মুজতবা আলীর সহধর্মিনী। মিসেস রাবেয়া আলী স্কুল পরিদর্শন শেষে আনুষ্ঠানিক ভাবে স্কুল সরকারীকরণের ঘোষণা দিলেন।

১৯৯০ সালে তৎকালীন প্রধান শিক্ষিকা নূরন নাহার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে পুনরায় তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বর্ণপদক লাভ করেন।

প্রধান শিক্ষিকা জনাব মাহবুবা খাতুন দায়িত্বে থাকাকালে ২০০২ সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করে।

Thakurgaon Government Girls High School
Committed to building skilled, competent, and good citizens in Bangladesh of future

Notice Board



SL NO.

Topics

Date

Action

Upcoming Events

Some Facts

  • 100% Tuition-free study facility for female students at the higher secondary level
  • At the undergraduate level, there are 4 years honors admission facilities in 13 subjects, Degree (pass), Degree (private) and CC courses available here.
  • Science Club, Debate Club, BNCC, Scouts and many other co-curricular activities are enhancing the innovative skills of our students, enabling them to face future challenges.
  • There are opportunities for postgraduate degrees in 10 subjects affiliated to the National University.

A Message from Our Head Teacher:

Celebrating Success Stories

MST. SHAHANUR BEGUM CHOWDHURY

Head Teacher (Acting)

শিক্ষার আলো ছড়িয়ে যাক, ছড়িয়ে যাক সবখানে, সবখানে, সবখানে।

সুশিক্ষিত জাতি, দক্ষ মানব সম্পদ, পরিচ্ছন্ন ও যোগ্য সমাজ সৃষ্টির অন্যতম বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্ত চিন্তার চলমান বাহনে আমি অত্যন্ত আনন্দিত।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই সালাম ও অভিনন্দন। ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের নারী শিক্ষার সূতিকাগার ঐতিহ্যবাহী আমাদের প্রাণ-প্রিয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমান বিশ্ব এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকদূর। আধুনিক তথ্য প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করতে পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী।

পরিশেষে, আপনাদের প্রতি আমার একান্ত আবেদন আপনাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে এবং সার্বিক বিষয়ের প্রতি নিয়ত খোঁজ খবর রাখবেন। সন্তানদের সুবিধা অসুবিধার বিষয়গুলো জানাবেন এবং সুপরামর্শ দিবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সন্তানদের উত্তরোত্তর উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করছি।

(মোছাঃ শাহানুর বেগম চৌধুরী)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও।

Our Campus Our Culture

Find Us

Follow Us